শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির পরিচালনা বোর্ড ২০২৪–২৫ অর্থ বছরে ব্যবসায়িক কার্যক্রম শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিভিডেন্ড সংক্রান্ত সভা করেছে। এর মধ্যে ৬টি কোম্পানির বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর ২টি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) থেকে এ তথ্য পাওয়া গেছে।
নিম্নে কোম্পানিগুলোর ডিভিডেন্ড ও শেয়ারপ্রতি মুনাফা (EPS) তুলে ধরা হলো —
| ক্র. | কোম্পানির নাম | ঘোষিত ডিভিডেন্ডের হার | ইপিএস |
|---|---|---|---|
| ১ | মনোস্পুল বাংলাদেশ | ৫% নগদ ও ১৫% বোনাস | ৩.৭৬ |
| ২ | মাগুরা মাল্টিপ্লেক্স | ১১% নগদ | ৩.৬০ |
| ৩ | কনফিডেন্স সিমেন্ট | ১০% নগদ | ১১.২৩ |
| ৪ | এমবি ফার্মা | ১০% নগদ | ২.২১ |
| ৫ | আরডি ফুড | ১% নগদ | ০.৬১ |
| ৬ | একমি পেস্টিসাইডস | ০.০১% নগদ | (১.১৪) |
| ৭ | ড্যাফোডিল কম্পিউটার্স | ০% (কোনো ডিভিডেন্ড নয়) | ০.১৬ |
| ৮ | ইনটেক | ০% (কোনো ডিভিডেন্ড নয়) | (০.৪৫) |
৬ কোম্পানির ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা বোর্ড ৯ মাসের (জানুয়ারি –সেপ্টেম্বর ২০২৫) ও ১ কোম্পানির বোর্ড ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবদেনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য পাওয়া গেছে।
পিএসআই প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১ কোম্পানির মুনাফা বেড়েছে, ৩ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে ও ১টি কোম্পানির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
|
কোম্পানির নাম |
৯ মাসের ইপিএস (জানু:-সেপ্টে:২৫) |
৯ মাসের ইপিএস (জানু:-সেপ্টে:২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
|
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স |
২.০৫ |
২.০৩ |
১% |
|
ট্রাস্ট ব্যাংক |
২.৬৭ |
২.৬৬ |
০০% |
|
বার্জার পেইন্টস (৬ মাসের ইপিএস) |
৩১.১৪ |
৩২.২৮ |
(৪%) |
|
বিএটিবিসি |
১৩.৩৪ |
২৪.৪৯ |
(৪৬%) |
|
এবি ব্যাংক |
(৩৪.৬১) |
০.১৯ |
(১৮৩১৬%) |
|
ইউনিয়ন ক্যাপিটাল |
(১.৭৬) |
(১.৫৭) |
(১২%) |
























