
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে নেতকার্মীরা। বুধবার (১৬ জুলাই) সন্ধা ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর পুলিশ ক্যাম্পের সামনে আধাঘন্টা সময় মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এরপর সাড়ে ৬ টার দিকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করে ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়ে মহাসড়ক অবরোধ তুলে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
অবরোধ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ফলে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন অবরোধে আটকা পড়ে। এরপর থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।