
মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আইওসির শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ২০৩৬ অলিম্পিক আয়োজনে নিজেদের আগ্রহের কথা তুলে ধরে ভারতের একটি প্রতিনিধিদল।ভারতের অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন অনেক দিনের। তবে এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি। অবশেষে ২০৩৬ অলিম্পিক সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজেদের আগ্রহ তুলে ধরেছে ভারত। দেশটি জানিয়েছে, আহমেদাবাদে অলিম্পিক আয়োজন করতে চায় তারা।
মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আইওসির শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের আগ্রহের কথা তুলে ধরে একটি প্রতিনিধিদল। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, গুজরাট সরকারের কর্মকর্তা এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পি টি ঊষা।
আইওসির নতুন সভাপতি হিসেবে গত ২৩ জুন দায়িত্ব গ্রহণ করেন ক্রিস্টি কভেন্ট্রি। প্রথম সংবাদ সম্মেলনেই তিনি জানিয়ে দেন, সদস্যদের আরও বেশি মতামতের সুযোগ দেওয়ার স্বার্থে অলিম্পিক আয়োজক শহর নির্বাচনের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই স্থগিত প্রক্রিয়ার মধ্যেই ভারতের প্রতিনিধিদল অলিম্পিক আয়োজন নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০৩২ সালেই অলিম্পিক আয়োজনের জন্য ‘বিড’ করার কথা ভেবেছিল ভারত। তবে দুই শর বেশি দেশের ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ নিয়ে আয়োজিত বড় ধরনের এ আয়োজনে প্রস্তুত হতে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। এরই মধ্যে ২০৩২ অলিম্পিকের আয়োজক স্বত্ব পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন।
এদিকে ভারত এত দিন বিভিন্ন মঞ্চে ২০৩৬ অলিম্পিক আয়োজনের কথা বলে এলেও আয়োজক শহরের নাম উল্লেখ করেনি। গেমস সাধারণত কোনো একটি শহরে অনুষ্ঠিত হয়। কিছু খেলা ভিন্ন কোনো জায়গায় হলেও মূল আয়োজক শহরের নামেই গেমস পরিচিত হয়ে থাকে।
এবার আনুষ্ঠানিকভাবে ভারত আয়োজক শহরের নাম উল্লেখ করে প্রস্তাব দিয়েছে। আইওসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই আলোচনা আহমেদাবাদে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজনের জন্য ভারতের পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। পাশাপাশি অলিম্পিক আয়োজনসংক্রান্ত শর্ত ও ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের বিষয়ে আইওসি থেকে মূল্যবান তথ্য পাওয়া গেছে।’
ভারত ছাড়াও ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং চিলিও আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে আয়োজক বাছাইয়ের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে আইওসি সদস্যরা বিদ্যমান নিয়মে তাঁদের ভূমিকা প্রায় না থাকার বিষয়ে আপত্তি জানানোয়। আইওসিপ্রধান জানিয়েছেন, আয়োজক নির্বাচনপ্রক্রিয়া ও সময় নিয়ে পর্যালোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।