ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভাটারায় হোটেলে ভয়াবহ আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ৩ মার্চ ২০২৫

ভাটারায় হোটেলে ভয়াবহ আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারার শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ, তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল: সৌদিয়া হোটেল, শাহজাদপুর, ভাটারা

সময়: আজ সোমবার, দুপুর ১২:৩০

দুর্ঘটনার বিবরণ

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, হোটেলটির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

নিহতদের উদ্ধার পরিস্থিতি

ফায়ার সার্ভিস জানায়, নিহত চারজনের লাশ ছয়তলায় পাওয়া গেছে

তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সিঁড়ির গোড়ায়—যেখানে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল

আরেকজনের মরদেহ পাওয়া গেছে বাথরুমের ভেতরে

এই ঘটনায় কীভাবে আগুন লেগেছে এবং কেন সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার বিজনেস24.কম