ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বন্ড ছাড়বে এইচআর টেক্সটাইল

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ৮ এপ্রিল ২০২১

বন্ড ছাড়বে এইচআর টেক্সটাইল

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল কলাবেল জিরো কুপন বন্ড ইস্যুর করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। প্রতি বন্ডের মূল্য হবে ১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এইচআর টেক্সটাইল এ বন্ড ইস্যু করবে।

তিন থেকে সাত বছর মেয়াদি এ বন্ড ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট হাউজ, অনাবাসী বাংলাদেশি এবং সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে।

এই বন্ড প্রদান থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির লাভজনকতা এবং বৃদ্ধির সম্ভাবনা উন্নত করতে ব্যবহৃত হবে।

শেয়ার বিজনেস24.কম