বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে। গত ২২ জুন থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১০ জুলাই রাত ১২ টায়। আর টাকা জমা দেওয়া যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।