১০ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৪:৪০ পিএম
শেয়ার বিজনেস24.কম
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া প্যাসিফিক ডেনিমস লিমিটেডের আবেদন আগামী ১১ ডিসেস্বর জমা নেওয়া শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসি-উভয় ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮২তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
এর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস লিমিটেড শেয়ারবাজারে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে ১০ টাকা দরে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এ কোম্পানির ৫০০ শেয়ারে মার্কেট লট।
কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০১৫ শেষ হওয়া হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় ২ টাকা ৬৩ পয়সা; আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫৯ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।