facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪

marcelbd

মন্ত্রীর ‘বুলেটপ্রুফ’ বাথরুম (ভিডিও)!


২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৯:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


মন্ত্রীর ‘বুলেটপ্রুফ’ বাথরুম (ভিডিও)!

আলোচিত, জনপ্রিয় ও খ্যাতিমান ব্যক্তিরা আত্মনিরাপত্তার স্বার্থে অনেক সময়ই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে থাকেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা সরকার দলীয় মন্ত্রী-এমপিদের সার্বক্ষণিক পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার পরও অনেক সাংসদকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে দেখা যায়।

অবশ্য এইসব বাড়তি তৎপরতার জন্য বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকেই দায়ি করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে সব কিছুর পর বড় মাপের লোকেরা নিজেদের নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাই বলে বাথরুমকেও বুলেটপ্রুফ করে বানাতে হবে!

হ্যাঁ, এবার তেমন কাণ্ডই ঘটলো পাশ্ববর্তী দেশ ভারতে। জেড প্লাস নিরাপত্তা পাওয়া ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবার নিজের বাসভবনে বুলেটপ্রুফ বাথরুম বানালেন।

তেলেঙ্গানার বেগমপেটে বিশাল প্যালেসের ভেতরে তার এই নতুন বুলেটপ্রুফ বাথরুম।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, তার বাড়ির প্রত্যেকটি জানালায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাঁচ। বাড়ির দুটি বাথরুম, এর মধ্যে একটি চন্দ্রশেখর রাওয়ের এবং অন্যটি তার ছেলে কেটিআর-এর। এই দুটি বাথরুমেও উন্নতমানের বুলেটপ্রুফ কাঁচ লাগানো হয়েছে। এর পিছনে খরচ হয়েছে কয়েক লাখ রুপি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন বাড়িটিতে উঠছেন চন্দ্রশেখর রাও। তার নতুন এই বাড়িটিতে ৫০ জন উন্নত অস্ত্রধারী নিরাপত্তাকর্মী সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

দেখুন ভিডিও-

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: