১৬ নভেম্বর ২০১৬ বুধবার, ০৮:৩৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষর্ণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মধুখালী এলাকায় অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেফতার করে পুলিশ। শুক্কুর আলী পিতলগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একই এলাকার শুক্কুর আলী সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দেয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শুক্কুর আলীর প্রেমের সম্পর্ক হয়।
বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে এক বাড়িতে নিয়ে শুক্কুর আলী ও তার সহযোগী সাধু, রুবেলসহ অজ্ঞাত দু-তিনজন মিলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।