facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ জুন সোমবার, ২০২৪

Walton

বউ পেটানোয় বাধা দেওয়ায় ভাইকে খুন


০২ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, ১২:০৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


বউ পেটানোয় বাধা দেওয়ায় ভাইকে খুন

জেলার পটিয়া উপজেলায় স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরও এক ভাই।

শুক্রবার ভোরে উপজেলার পূর্ব হাইদগাঁও এলাকায় ঘটনাটি ঘটে বলে পটিয়া থানার এসআই মোশারফ হোসেন জানান।

নিহত আজগর আলী (২৬) ওই এলাকার দুলু মিয়ার ছেলে। আজগরের বড় ভাই লিয়াকত আলী ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লিয়াকত নেশা করে ভোর রাতে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর শুরু করলে আজগর বাধা দিতে যান।

“এতে ক্ষিপ্ত হয়ে লিয়াকত ছুরি নিয়ে আজগরের পেটে আঘাত করে। বাধঅ দিতে গিয়ে তাদের ছোট ভাই আকবরও আহত হন।”

গুরুতর অবস্থায় আজগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মোশারফ জানান, লিয়াকত আগে বিদেশে থাকলেও এ বছরের শুরুতে দেশে ফেরেন। প্রায়ই মাতাল হয়ে বাড়ি ফিরতেন বলে এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: