facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের ১৫ পরিচালক নির্বাচিত


২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৮:৩১  পিএম

শেয়ার বিজনেস24.কম


ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের ১৫ পরিচালক নির্বাচিত

নির্বাচিত ১৫ পরিচালকের মধ্য থেকে বুধবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে।

ডিবিএ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রাইলিংক সিকিউরিটিজের ডা. মো. জহিরুল ইসলাম। তিনি ২০৪ ভোট পেয়েছেন। শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির পরিচালক পদে নির্বাচিত অন্যরা হলেন মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই-নাহরিন (১৯০ ভোট), শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের মো. সাজেদুল ইসলাম (১৯০ ভোট), রাস্তি সিকিউরিটিজের সৈয়দ রেদওয়ানুল ইসলাম (১৮৮ ভোট), থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান (১৮৪ ভোট), ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী (১৮৪ ভোট), সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন (১৮৩ ভোট), ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম (১৭৬ ভোট), কান্ট্রি স্টক (বাংলাদেশ) লিমিটেডের খাজা আসিফ আহমেদ (১৭৪ ভোট), ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের মোশতাক আহমেদ সাদেক (১৭৩ ভোট), শাহেদ সিকিউরিটিজের সাহেদ আব্দুল খালেক (১৬৯ ভোট), রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের আহমদ রশিদ (১৪২ ভোট), রয়েল গ্রিন সিকিউরিটিজের আবদুুল হক (১৩৮ ভোট)।

পরাজিত চারজন প্রার্র্থীর মধ্যে কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের দিল আফরোজ কামাল ১৩২ ভোট, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসেন ১৩২ ভোট, এরিস সিকিউরিটিজের মাসুদুল হক ১২২ ভোট, পিপলস ইকুইটির কবির আহমেদ ৮৪ ভোট পেয়েছেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন সিকিউরিটিজের হারুনুর রশিদ এ ফল ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এমএন জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর উদ্দিন আহমেদ, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। নির্বাচনে ডিএসই সদস্য ব্রোকারেজ হাউজের ২৪১ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোট দেন।

এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউজগুলোর মালিকদের এ সংগঠনটির নির্বাচনে রোববার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

২০১৪ সালে ডিবিএ যাত্রা করে। তবে এবারই প্রথম নির্বাচন হয় পরিচালক পদে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ