২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৪:৪৫ পিএম
শেয়ার বিজনেস24.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা টেকনোলজি। এদিন শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯৩৪ বারে ৩৬ লাখ ৮৬ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন করে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যামিলি টেক্স। এই শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৮ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ৬২৬ বারে ৬০ লাখ ৪৪ হাজার ৮৮টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা গ্লোডেন সনের ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫৫ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, দেশ গার্মেন্টস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এমারেল্ড অয়েল, ইনটেক অনলাইন ও রহিম টেক্সটাইল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।