২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৮:৪৫ পিএম
শেয়ার বিজনেস24.কম
বিদ্যুৎ খাতের কোম্পানি কেপিসিএলের করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড বুধবার তাদের হাতে থাকা ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি কেপিসিএল শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করে দেয়।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ব্লক মার্কেটে ৬৫ টাকা দরে এসব শেয়ার ইউনাইটেড গ্রুপের আরেক বিদ্যুৎ প্রতিষ্ঠান শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কাছে বিক্রি করা হয়।
ইউনাইটেড গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা এবাদত হোসেন ভুইয়া জানান, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে গ্রুপেরই একটি কোম্পানির বিনিয়োগ অধিগ্রহণ করেছে শাজাহানউল্লাহ পাওয়ার। ভবিষ্যতে গ্রুপের আরো বিদ্যুত্ ব্যবসার সঙ্গে নিজেদের যুক্ত করবে শাজাহানউল্লাহ পাওয়ার কোম্পানি।
উদ্যোক্তা শেয়ার হস্তান্তর প্রসঙ্গে কেপিসিএলের প্রধান অর্থ কর্মকর্তা বলেন, কেপিসিএলের মূল উদ্যোক্তা সামিট ও ইউনাইটেড গ্রুপ। এর মধ্যে একটি গ্রুপ তাদের শেয়ার নিজেদের আরেকটি কোম্পানির কাছে হস্তান্তর করেছে। এর সঙ্গে কোম্পানির ব্যবসার কোনো সম্পর্ক নেই। কেপিসিএলের আর্থিক ফলাফল বা অন্য কিছু এর দ্বারা প্রভাবিত হবে না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।