ঢাকা   মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

অপরিচিত যুবকের সঙ্গে নতুন প্রেম ক্যাটরিনার!

অপরিচিত যুবকের সঙ্গে নতুন প্রেম ক্যাটরিনার!

বলিউডের কিউট গার্ল খ্যাত কাটরিনা কাইফের প্রেমের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলছে। লাভবার্ড খ্যাত রণবীর কাপুরের সঙ্গে তার আলোচিত প্রেমকাহিনী শেষ হয়েছে অনেকদিন আগেই।

রণবীরকে হারিয়ে কতটা অসহায় হয়ে পড়েছিলেন নায়িকা সেটা বোঝা গেছে বিভিন্ন সাক্ষাৎকারেই। কিন্তু সম্প্রতি তার হাবভাব দেখে মনে হচ্ছে, শেষমেশ বোধহয় হতাশা থেকে বেরিয়ে এসেছেন কাটরিনা। মুভ অন করতে শুরু করছেন। নিত্যনতুন বন্ধুত্বে জীবনকে আবার উপভোগ করতে চাইছেন। এটা খুব স্বাভাবিকই বলা চলে। তিনি নাকি তার নতুন প্রেমিকের খোঁজ পেয়েছেন। সেই প্রেমিক নাকি বলিউড পাড়ায় খুব একটা পরিচিত নয়। এমন খবর নিয়েই কানাঘুষা চলছে বলিউডে।

কয়েকদিন আগে মুম্বইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে রণবীর কাপুর ও পরিণীতি চোপড়ার সঙ্গে ‘কোল্ডপ্লেু’-র কনসার্ট শুনতে গিয়েছিলেন কাটরিনা। সেখানেই তাকে অর্জুন কাপুরের হাত ধরে ঘুরতে দেখা গেল। দুজনের হাতে হাত ধরা অবস্থায় দেখে গুঞ্জন শুরু হয়ে যায়, তবে কি এবার নতুন কাপুরের সঙ্গে প্রেমে মজেছেন নায়িকা?

শেয়ার বিজনেস24.কম