ঢাকা   বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

গোল্ডেন হার্ভেস্টের উদ্যোক্তার ৯০ লাখ শেয়ার আইপিডিসিতে যাচ্ছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ১০ ডিসেম্বর ২০২৫

গোল্ডেন হার্ভেস্টের উদ্যোক্তার ৯০ লাখ শেয়ার আইপিডিসিতে যাচ্ছে

খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তর করতে যাচ্ছেন।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএসই সূত্রে জানা যায়, শেয়ার হস্তান্তরের এই প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে—এটি উপহার নয়, বরং ডিএসই (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর প্রযোজ্য ধারা অনুযায়ী এবং সম্ভাব্য ঋণ-সম্পর্কিত বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে সম্পন্ন হবে।

এই শেয়ার হস্তান্তর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করা হবে বলে আশা করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্পন্সর পরিচালকের বিপুল সংখ্যক শেয়ার স্থানান্তর কোম্পানির ভবিষ্যত শেয়ারহোল্ডিং স্ট্রাকচারে প্রভাব ফেলতে পারে।