শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত জুলাই-সেপ্টেম্বর’২৫ প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২৬ কোম্পানি। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে ধারাবাহিক লোকসানে রয়েছে ৩ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-একমি পেস্টিসাইডস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।
একমি পেস্টিসাইডস
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১০ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫ পয়সা।
সিলভা ফার্মাসিউটিক্যালস
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৪ পয়সা।
























