ঢাকা   সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে রাষ্ট্রায়াত্ব কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের অর্থবছর ইপিএস ছিল ৫০ টাকা ১১ পয়সা।

আলোচ্য অর্থবছরশেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১০৯ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৪৬ টাকা ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সা, যা আগের বছর ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।

আগামী ২৪ জানুয়ারিকোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।