ঢাকা   শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

শেয়ার কারসাজিতে ৪০০ কোটি জরিমানায় সিল দিল হাইকোর্ট

শেয়ার কারসাজিতে ৪০০ কোটি জরিমানায় সিল দিল হাইকোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও আর্থিক খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড এবং বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় ২২ জন বিনিয়োগকারীর ওপর আরোপিত প্রায় ৪০০ কোটি টাকার অর্থদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে পূর্বে জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেন।


দীর্ঘ ছয় মাস শুনানির পর আদালত এই রায় ঘোষণা করেন। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরোপিত অর্থদণ্ড বহাল থাকছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের শুরুতে বেক্সিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ানোর মাধ্যমে বাজার কারসাজির অভিযোগে বিএসইসি ২২ জন বিনিয়োগকারীর বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার জরিমানা আরোপ করে।

এ রায়ের বিরুদ্ধে ওই বিনিয়োগকারীরা হাইকোর্টে ২২টি রিট আবেদন করেন। শুনানির পর আদালত রুল জারি করে দণ্ডাদেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছিল।

পরে বিএসইসি আপিল বিভাগে ২২টি সিভিল পিটিশন দাখিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত মামলাগুলো হাইকোর্টের দ্বৈত বেঞ্চে চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেয়।

রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার মাসুম এবং ইকরামুল হক টুটুল।অন্যদিকে, বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, শাহদীন মালিক এবং ব্যারিস্টার এ কে আজাদ।