মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জীবন বিমা তহবিল গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া পর্যন্ত প্রায় ১৪ কোটি ২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১,৫২৪ কোটি ৭৯ লাখ টাকায় পৌঁছেছে। আগের অর্থ বছরের একই সময়ে তহবিলের পরিমাণ ছিল ১,৫১০ কোটি ৭৭ লাখ টাকা। এ তথ্য উঠে এসেছে কোম্পানির তৃতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জীবন বিমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় ৮ কোটি ৯৬ লাখ টাকার ঘাটতি হয়েছে। তুলনায়, আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির উদ্বৃত্ত ছিল ১৩ কোটি ৭৩ লাখ টাকা।
শেয়ার এবং ডিভিডেন্ড
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানির বোর্ড।
শেয়ারপ্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের অর্থ বছরে তুলনায় ১ টাকা ৫৯ পয়সা।
শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সা।
এর আগে ২০২১-২০২৩ অর্থ বছরে কোম্পানি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে ক্যাশ ও স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।
কোম্পানির মূল তথ্য
শেয়ারবাজারে তালিকাভুক্ত: ২০০৫
অনুমোদিত মূলধন: ৬০ কোটি
পরিশোধিত মূলধন: ৪২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা
মোট শেয়ারসংখ্যা: ৪ কোটি ২৪ লাখ ৫ হাজার ২১৮
শেয়ার বণ্টন: উদ্যোক্তা পরিচালক ৩০.১১%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২.৫১%, সাধারণ বিনিয়োগকারী ৪৭.৩৮%
























