ঢাকা   বুধবার ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

এসিআই লিমিটেড ঘোষণা করলো ডিভিডেন্ড: শেয়ারধারকদের জন্য সুখবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ২৯ অক্টোবর ২০২৫

এসিআই লিমিটেড ঘোষণা করলো ডিভিডেন্ড: শেয়ারধারকদের জন্য সুখবর

 শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৪০ পয়সা, আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ১৫ টাকা ৮৮ পয়সা। তবে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ টাকা ৫২ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৩৮ টাকা ২৫ পয়সা।


সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৮২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৫ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।