ঢাকা   মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সূচকের উত্থানে বাজারে লেনদেন চলছে

সূচকের উত্থানে বাজারে লেনদেন চলছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ অক্টোবর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১০৪ পয়েন্টে


শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টি কোম্পানির শেয়ারদর।