দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা পিএলসি সফলভাবে ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন করেছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে। সংগৃহীত এই অর্থ কোম্পানির উচ্চসুদযুক্ত ঋণ পরিশোধে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত জুলাই মাসে এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। অনুমোদনের পর ১৯ অক্টোবর সম্পূর্ণ সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।
রেনেটা জানিয়েছে, মোট ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ারের মধ্যে ৩০৩ কোটি টাকা সাবস্ক্রাইব করেছেন ৫২৫ জন বিদ্যমান শেয়ারহোল্ডার, যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে অংশগ্রহণ করেছেন। বাকি ২২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে।
কোম্পানির তথ্য অনুযায়ী, এই প্রেফারেন্স শেয়ারগুলোর মেয়াদ ছয় বছর, যার মধ্যে তৃতীয় বছর শেষে শেয়ারগুলো ধীরে ধীরে রেনেটার সাধারণ (ইকুইটি) শেয়ারে রূপান্তর শুরু হবে। প্রতি বছর ২৫ শতাংশ হারে চার ধাপে রূপান্তর সম্পন্ন হবে, যেখানে নির্ধারিত রূপান্তরমূল্য রাখা হয়েছে প্রতি শেয়ারে ৪৭৫ টাকা।
এই আর্থিক উপকরণটি বিএসইসি’র অনুমোদন অনুযায়ী বিকল্প ট্রেডিং বোর্ডে (Alternative Trading Board – ATB) তালিকাভুক্ত হবে। এই ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
রেনেটার সর্বশেষ (২০২৫ সালের মার্চ পর্যন্ত) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি বিভিন্ন ব্যাংক থেকে মোট প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ২২৪ কোটি টাকা স্বল্পমেয়াদি এবং ৬৭৫ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ। আগের বছর একই সময়ে (মার্চ ২০২৪) স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৮৩ কোটি টাকা।
























