
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে সোমবার (২৮ জুলাই) শেয়ারবাজারের অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং এতে সভাপতিত্ব করেন -এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভায় শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় নেগেটিভ ইক্যুইটি, বিনিয়োগযোগ্য স্টকের অভাব, সাপ্লাই সাইট শক্তিশালী করা এবং বাজারে সুশাসন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
উপস্থিত সকলে শেয়ারবাজারকে বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য ড. আনিসুজ্জামান চৌধুরী এবং খন্দকার রাশেদ মাকসুদকে ধন্যবাদ জানান। বাজারের বর্তমান যে মোমেন্টাম বা গতি এসেছে, তা ধরে রেখে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনায় উঠে আসে, বিএসইসি তাদের পূর্বের নির্দেশনাগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এর ফলস্বরূপ বাজারে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। অংশগ্রহণকারীরা বাজারের লেনদেন বাড়াতে এবং সূচককে ধরে রাখতে তাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “শেয়ারবাজার ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির জন্য আমরা কাজ করছি। কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সাথে বসছি আমরা। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ (ডিটারমাইন্ড)। ইনশাআল্লাহ ভালো ফল দেখবো। এছাড়া সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার কথাও বলেন তিনি।”
সভায় আইসিবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, ডিবিএ সভাপতি, বিএমবিএ সভাপতি, বিএপিএলসি সভাপতি, সিডিবিএল সিইও, সিসিবিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, আইসিবি এএমসিএল সিইও, ভিআইপিবি এএমসিএল সিইও এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।