ঢাকা   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

২৬ প্রতিষ্ঠান আজ ঘোষণা করতে যাচ্ছে ডিভিডেন্ড ও ইপিএস”

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৯ জুলাই ২০২৫

২৬ প্রতিষ্ঠান আজ ঘোষণা করতে যাচ্ছে ডিভিডেন্ড ও ইপিএস”

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৬ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২৬ প্রতিষ্ঠান হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, বার্জার পেইন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ম্যারিকো, রেকিট বেনকিজার, সাউথইস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ডিবিএই ফাইন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বে-লিজিং, ওয়ান ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড।


সভায় ম্যারিকো, বার্জার পেইন্টস, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড ছাড়া বাকি প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে।

সভায় ৩১ ডিসেম্পর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। একই সভয় কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ক্যাপিটেক গ্রোথ ফান্ড।

৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বার্জার পেইন্টস এবং ম্যারিকো।

এছাড়া, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড।