ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা ঘটাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা ঘটাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা ঘটাবে। গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ ও ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করব ৩ আগস্ট শহীদ মিনারে। এক দফার আন্দোনের ঘোষনা দিয়ে আমরা ফ্যাদিবাদ হাসিনার পতন ঘটিয়েছি। এবার আমরা নতুন বাংলাদেশের ঘোষণা দিব। আগামী ৩ অগস্ট ঢাকার শহীদ মিনারে নতুন বাংলাদেশের শপথ হবে। 

তিনি আরো বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে বগুড়া সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় বগুড়ায় ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। তাদের সঠিকভাবে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বগুড়াকে সবদিক থেকে বঞ্চিত করেছে। 

শনিবার (৫ জুন) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্তমঞ্চে এনসিপি জেলা শাখা কর্তৃক আয়োজিত  পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হওয়া মনে করিয়ে দেয় কোনো স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল টিকিয়ে থাকতে পারে না। নতুন বাংলাদেশ গঠনের জন্য বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল। কিন্তূ  অবহেলা দুর্দশা এবং বঞ্চনার আর এক নাম হচ্ছে বগুড়া।
তিনি বলেন, বগুড়ায় আপনাদের উৎসাহমূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে। প্রতিটি পদযাত্রা বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর আলোকিত করবে এটি আমাদের প্রত্যাশা।

এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, ডাঃ তাসনীম জারা, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনিক রায়, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, মাহিন সরকার, সাইফুল্লাহ হায়দার, আবু সাঈদ লিওন, খালেদ সাইফুল্লাহ, লুৎফর রহমান, নীলিমা দোলা, আরিফুর রহমান তুহিন, মুশফিক সালেহীন, বগুড়া জেলার যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল্লাহিত তাকি প্রমূখ।
এর আগে এদিন সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে বগুড়ার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এরপর সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এসে শেষ হয়।