ঢাকা   সোমবার ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

একসাথে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৬ অক্টোবর ২০২৫

একসাথে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

 শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানি ২০২৪-২৫ অর্থ বছরের ব্যবসায়িক ফলাফল পর্যালোচনায় বোর্ড সভা করেছে।

এর মধ্যে আটটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর একটি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে ওইসব কোম্পানির বোর্ড সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং শেয়ারপ্রতি মুনাফা (EPS) ও ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির নাম

ডিভিডেন্ডর হার

ইপিএস

কোহিনুর কেমি কেমিক্যাল

৬৫% নগদ ও ১০% বোনাস

১৭.০৫

মতিন স্পিনিং

৩৫% নগদ

৪.৭০

*ক্রাফটসম্যান ফুটওয়্যার

১০.৫০% নগদ

১.৫৫

নিয়ালকো অ্যালয়েজ

১০% নগদ

২.৪২

প্রিমিয়ার সিমেন্ট

১০% নগদ

১.২৯

*ডরিন পাওয়ার

১০% নগদ

৩.১৯

*ন্যাশনাল পলিমার

৫% নগদ

০.০৭

*মুন্নু ফেব্রিক্স

০.২৫% নগদ

০.০৪

এপেক্স ওয়েভিং

০০

(০.৩৯)

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য।