ঢাকা   মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

এক শেয়ারের উত্থানে বদলে গেল বাজারের রূপরেখা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এক শেয়ারের উত্থানে বদলে গেল বাজারের রূপরেখা

আগের দিনের বড় পতনের ধাক্কার পর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। বিশেষত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদরের উত্থান আজ বাজারকে সবুজে ফেরাতে মূল ভূমিকা রেখেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬.৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪.৭১ পয়েন্টে অবস্থান করছে। তবে খেয়াল করার বিষয়, শুধুমাত্র ইসলামী ব্যাংকেই সূচকে যোগ হয়েছে ১০.৫৮ পয়েন্ট। অর্থাৎ, ব্যাংকটির উত্থান না থাকলে আজও সূচক ঋণাত্মক অবস্থায় থাকতে পারত।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, ইসলামী ব্যাংকের শেয়ার দর আজ বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৪.৩৮ শতাংশ। এককভাবে এই বৃদ্ধিই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানোর ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে।

আজ ডিএসইতে মোট ৪০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের টাকার অংক আজ ৭০৬ কোটি ৩২ লাখ টাকা, যা আগের দিনের ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় সামান্য কম। অর্থাৎ, টাকার অংকে সামান্য হ্রাস থাকলেও ইসলামী ব্যাংকের একক প্রভাবেই সূচক ইতিবাচক রঙ পেয়েছে।বাজার বিশ্লেষকরা বলছেন, আজকের এই উত্থানকে কেবল সাময়িক বলা যাবে না। ইসলামী ব্যাংকের মতো বড় একটি শেয়ারের শক্তিশালী পারফরম্যান্স পুরো বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এটি কেবল বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসই বাড়ায়নি, বরং বাজারে নতুন করে সম্ভাবনার দিক উন্মোচন করেছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি ইতিবাচক সংকেত।

বিশ্লেষকদের মতে, আজকের এই গতি আগামী দিনগুলোতে বাজারে আরও স্থায়িত্ব আনতে সহায়ক হবে। যদি অন্যান্য শেয়ারগুলোও একই ধরনের ইতিবাচক ধারা ধরে রাখতে পারে, তবে সামগ্রিক সূচক আরও দৃঢ়ভাবে ঊর্ধ্বমুখী হবে। এতে করে বিনিয়োগকারীরা তাদের অবস্থান সম্পর্কে আরও নিশ্চিত হবেন এবং নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন।