ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি

কর্পোরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:১৭, ৬ জানুয়ারি ২০২১

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি

ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদন জমা নেওয়া হবে।

 

এর আগে কমিশনের ৭৪৫তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

 

ইনজেনারেশন অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

 

ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

শেয়ার বিজনেস24.কম