ঢাকা   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ১২ ও ১৩ আগস্ট লিখিত পরীক্ষা নেয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

সেখানে আরো জানানো হয়, এ পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬৪৪ জনসহ মোট ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় পাস করেছেন।

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল পর্যায়-২ এ ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক বিডি লি. এর মাধ্যমেও এসএমএস করে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

শেয়ার বিজনেস24.কম