ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ব্যাংকে ১৬৪ পদে নিয়োগ, বেতন ৩৮৬৪০ টাকা

ব্যাংকে ১৬৪ পদে নিয়োগ, বেতন ৩৮৬৪০ টাকা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ‘কর্মকর্তা (সাধারণ)’ যথাক্রমে ৫৬ ও ১০৮টিসহ মোট ১৬৪টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গত বুধবার প্রকাশ করা হয়।

বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬০০০-৩৮৬৪০ টাকা। এ ছাড়া অন্যান্য সুবিধা থাকবে।

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।