ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

টাকা থাকলেই মিলবে নায়িকার প্রেম!(ভিডিও)

টাকা থাকলেই মিলবে নায়িকার প্রেম!(ভিডিও)

টালিউডের নায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেম করতে চান! তাহলে শুধু টাকা থাকলেই চলবে। এ অভিনেত্রী নিজেই এসব কথা বলছেন। `হরিপদ ব্যান্ডওয়ালা` ছবিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও নুসরাত। ছবির `সান ডে পার্টি শুরু হোক সোনার সাথে` গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানেই অঙ্কুশের আহ্বানের প্রেক্ষিতে `কেলোর কীর্তি`খ্যাত নায়িকার মুখে এমন কথা শোনা যাচ্ছে।

এরই মধ্যে গানটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে। তবে কাহিনি সম্পর্কে পরিচালক থেকে নায়ক-নায়িকা কেউ কিছুই বলছেন না। এখন চলছে ছবির দৃশ্যধারণ। শিগগিরই দর্শকদের সামনে আসছে `হরিপদ ব্যান্ডওয়ালা`।

হর হর ব্যোমকেশ, পাওয়ার, লাভ এক্সপ্রেস, জুলফিকার, জামাই ৪২০ ছবির মাধ্যমে টালিউডের নাম্বার ওয়ান নায়িকার তকমা জুটেছে নামের পাশে। ওপার বাংলার এখনকার সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা এখন নুসরাতই। বিশেষ করে বাণিজ্যিক ও ভিন্নধারা সব ঘরানার ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন এ অভিনেত্রী।  

সামনে গ্যাংস্টার`তারকা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন ছবিতে জুটি হচ্ছেন নুসরাত। এ ছবিতে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে হালের এ জনপ্রিয় নায়িকাকে।

শেয়ার বিজনেস24.কম