facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জুন শুক্রবার, ২০২৪

Walton

টাকা থাকলেই মিলবে নায়িকার প্রেম!(ভিডিও)


১৯ নভেম্বর ২০১৬ শনিবার, ০৪:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


টাকা থাকলেই মিলবে নায়িকার প্রেম!(ভিডিও)

টালিউডের নায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেম করতে চান! তাহলে শুধু টাকা থাকলেই চলবে। এ অভিনেত্রী নিজেই এসব কথা বলছেন। `হরিপদ ব্যান্ডওয়ালা` ছবিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও নুসরাত। ছবির `সান ডে পার্টি শুরু হোক সোনার সাথে` গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানেই অঙ্কুশের আহ্বানের প্রেক্ষিতে `কেলোর কীর্তি`খ্যাত নায়িকার মুখে এমন কথা শোনা যাচ্ছে।

এরই মধ্যে গানটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে। তবে কাহিনি সম্পর্কে পরিচালক থেকে নায়ক-নায়িকা কেউ কিছুই বলছেন না। এখন চলছে ছবির দৃশ্যধারণ। শিগগিরই দর্শকদের সামনে আসছে `হরিপদ ব্যান্ডওয়ালা`।

হর হর ব্যোমকেশ, পাওয়ার, লাভ এক্সপ্রেস, জুলফিকার, জামাই ৪২০ ছবির মাধ্যমে টালিউডের নাম্বার ওয়ান নায়িকার তকমা জুটেছে নামের পাশে। ওপার বাংলার এখনকার সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা এখন নুসরাতই। বিশেষ করে বাণিজ্যিক ও ভিন্নধারা সব ঘরানার ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন এ অভিনেত্রী।  

সামনে গ্যাংস্টার`তারকা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন ছবিতে জুটি হচ্ছেন নুসরাত। এ ছবিতে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে হালের এ জনপ্রিয় নায়িকাকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: