ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আইপিওতে ৩০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল লাভেলো আইসক্রিম

কর্পোরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ১৫ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:০১, ১৫ অক্টোবর ২০২০

সর্বশেষ

আইপিওতে ৩০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে লাভেলো ব্রান্ডের আইসক্রিম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম নিয়মিত সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

কোম্পানির ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।

 

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ