জেলিফিশের অসংখ্য বিষাক্ত খোঁচা, উত্তাল সমুদ্র আর অবিরাম স্রোত—সব বাধাকে উপেক্ষা করে নিউজিল্যান্ডের ভয়ংকর কুক প্রণালি পাড়ি দিয়েছেন মাত্র ১৭ বছর বয়সী মার্কিন সাঁতারু মায়া মারহিজ। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে ২৭ মাইল (প্রায় ৪৪ কিলোমিটার) সাঁতরে তিনি জয় করেছেন বিশ্বের অন্যতম কঠিন জলপথটি। এ সময় প্রতি মিনিটে গড়ে ২৫ বার করে জেলিফিশের কাঁটার খোঁচা খেয়েছেন তিনি, যার যন্ত্রণায় তার মুখ, ঠোঁট, কান ও নাকেও ছিল ক্ষতের দাগ