ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

জাহিদ হাসান আসলে কী বলেছিলেন শাকিবকে নিয়ে?

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৫, ৩ জুলাই ২০২৫

জাহিদ হাসান আসলে কী বলেছিলেন শাকিবকে নিয়ে?

‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ঢালিউডে নতুন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। ‘বরবাদ’ এর পরে ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ নিয়েও আলোচনায় রয়েছেন। এই সাফল্যে ঢালিউড কিং থেকে এই তারকার নামের আগে এখন যোগ করা হচ্ছে মেগাস্টার শব্দ। এই নিয়ে বিভিন্ন সময়ই পক্ষে-বিপক্ষে কথা শোনা যায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তৈরি হয়।

সম্প্রতি শাকিবের নামের আগে মেগাস্টার শব্দ ঘিরে অভিনেতা জাহিদ হাসানের একটি বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয় দাবি জাহিদ হাসানের। এই ভুল–বোঝাবুঝি নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান। এই অভিনেতা মেগাস্টার নিয়ে কী বলেছিলেন, কীভাবে দেখেন শাকিব খানকে?

‘মেগাস্টার’ নিয়ে যেভাবে বিতর্ক ছড়ায়
সম্প্রতি শাকিব খানকে মেগাস্টার বলা নিয়ে সমালোচনার মধ্যে পড়েন জাহিদ হাসান। এই নিয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বেশির ভাগ ভিডিওতে জাহিদ হাসানের বক্তব্যের ছোট অংশ কেটে প্রচার করা হয়। সেখানে জাহিদকে বলতে শোনা যায়, ‘একজন অভিনেতাকে আগেভাগে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা তার জন্য ভালো না খারাপ, জানি না। তবে আমার কানে লাগে।’ জাহিদ হাসানের এই বক্তব্য সম্পূর্ণ নয়। তারপর সেই বক্তব্য নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপে সমালোচনা তৈরি হয়। এই নিয়ে দুই দিন ধরে শাকিব–ভক্তরা মনঃক্ষুণ্ন হন। মানসিকভাবেও ছোট হন জাহিদ হাসান। পরবর্তী সময়ে এই অভিনেতা আবারও তাঁর বক্তব্যে পুরো ঘটনা তুলে ধরেন।

জাহিদ হাসানের সম্পূর্ণ বক্তব্য কী
জাহিদ হাসান মনে করেন, তাঁর বক্তব্যে কাউকে ছোট করতে চাওয়ার কোনো অর্থ হয় না। কারণ, সবাই একই দেশের মিডিয়ায় কাজ করেন। তিনি যেভাবে শাকিব খানকে মেগাস্টার বলেছিলেন, সেটা পুরোটা তাঁর বক্তব্য নয়। এই নিয়ে এই অভিনেতাগণমাধ্যম কে বলেন, ‘একজন মানুষ যখন বড় হয়ে যান, তখন তাঁর নামের সামনে অন্য কিছু লাগে না। টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ম্যারাডোনা, মেসি, তাঁদের সামনে তো বিশেষণ কিছু লাগে না। নামটাই যথেষ্ট। আমি হয়তো সেটা বোঝাতে পারিনি অথবা মানুষ সেটাকে ভুল ব্যাখ্যা করেছেন। আমি কেন কাউকে ছোট করব? কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাই না। আমি নিজেই মানুষ ছোট, অন্যকে কী ছোট করব।’

বিতর্ক কীভাবে দেখেন জাহিদ
শুরুতে জাহিদ হাসানের মন্তব্যে শাকিব–ভক্তরা কষ্ট পান। নজরুল ইসলাম নামের একজন শাকিব–ভক্ত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জাহিদ হাসানকে পছন্দ করি। কিন্তু তিনি যেভাবে শাকিব খানকে নিয়ে কথাটা বলেছেন, সেটা মানতে পারলাম না। শাকিব খানকে তিনি মেগাস্টার মনে না–ও করতে পারেন, তবে কানে লাগে বলা ঠিক হয়নি।’ শাকিব–ভক্তদের ইমোশনকে পজিটিভভাবে দেখেন এমনটাই জানিয়েছেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি শাকিব–ভক্তদের সম্মান করি। প্রিয় তারকা, ভালোবাসার মানুষের জন্য যে ভক্তরা মন খারাপ করেছেন, এটা আমি পজিটিভভাবে দেখি। কিন্তু কেউ কেউ আমার কথা বুঝলে তাঁরা আরও খুশি হতেন, শাকিব আরও বড় হতো বলে আমি মনে করি। তাঁরাও শাকিব খানকে ভালোবাসেন আমরাও ভালোবাসি। এখানে বিতর্কের কিছু নাই। এটাও যেন আবার ভুল ব্যাখ্যা না হয়।’

শাকিব খানকে কোথায় দেখতে চান জাহিদ
এ সময় মন খারাপ করে জাহিদ হাসান জানান, সবাই একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সেখানে সবাই ভালো করুক, সেটাই তাঁর প্রত্যাশা। ঢালিউডের সব সিনেমা দর্শক দেখুন ও সেগুলো নিয়ে কথা হোক। কিন্তু কীভাবে সমালোচনামূলক কথা ছড়াচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন না। বিতর্ককে কখনোই ভালো কিছু বয়ে আনে না বললেন, এই অভিনেতা। জাহিদ বলেন, ‘এখন শাকিব খানের যে অবস্থান, যে জায়গাটা সে তৈরি করেছে, সেখানে আরও ভালো করুক। আমি উত্তরোত্তর তার সফলতা দেখতে চাই। আমরা চাই দেশ ছাড়িয়ে বিদেশে তাঁর ছবি মুক্তি পাক। কেন আমি শাকিব খানকে টম ক্রুজের সঙ্গে, সালমান, শাহরুখ, আমির খানদের সঙ্গে তুলনা করছি। এই চিন্তা করলেও তো উত্তর পাওয়া যায়। শাকিব এ বলয় ভেঙে আরও উপড়ে উঠুক। তখন তাকে নিয়ে আমারও আরও বেশি গর্ব হবে।’

উদাহরণ দিলেন ‘উৎসব’ দিয়ে
দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘উৎসব’ সিনেমা। এখনো বেশির ভাগ দর্শক পাচ্ছে এই সিনেমা। উদাহরণ হিসেবে সিনেমার বার্তাকে সামনে আনলেন জাহিদ। দীর্ঘ ক্যারিয়ারে যখন সফলতায় নিজেকে ছাড়িয়ে গিয়েছেন, ভিন্নভাবে দর্শকদের সামনে এসেছেন, তখনই তিনি চুপ হয়ে গিয়েছেন। কখনো ক্যারিয়ারে ভুল থাকলেও নতুন করে শুরু করেছেন। ‘আমার ছবি যে উৎসব, সেখানে ম্যাসেজটা কী? রিফর্ম করে আবার ভালো করো। ভুল–বোঝাবুঝি ভালো কোনো কিছু বয়ে আনে না। এটার অবসান হোক, সেটাই চাই। সবাই উৎসবসহ সব সিনেমা দেখেন। আমি বিশ্বাস করি সিনেমাটি দেখলে সব ভুল–বোঝাবুঝির অবসান হবে। আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। কারণ আমরা ভুল থেকেই শিক্ষা নেই।’

শাকিব সম্পর্কে যা বললেন জাহিদ
বেশ কয়েক বছর ধরে শাকিব খান নিজের অনেক পরিবর্তন এনেছে বলে মনে করেন জাহিদ হাসান। শাকিবের আগের সিনেমার চেয়ে এখন অনেক পরিবর্তন এসেছে। ‘আমি আগেও শাকিবের সিনেমা দেখেছি। এখনো দেখি। তাঁর পরিধি এখন অনেক বেড়ে গেছে। সে নিজস্ব বলয় ভেঙে নিজেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি সে সামনে আরও ভালো কবরে। শাকিব আমার চেয়ে ছোট। সমালোচনা হলে সবাই আমাদের নিয়ে কথা বলবে, যা আমি মিন করি নাই, সেটা নিয়ে কেন ভুল–বোঝাবুঝি হবে। আমি চাই, এটা নিয়ে যেন আর কথাই না হোক। কারণ, এর মধ্যে তৃতীয় পক্ষ কারণ খোঁজে। কোনো ভুল হলে সেটা আমরাই ঠিক করব। অন্য পক্ষ এলেই ঝামেলা তৈরি হয়। সেটা চাই না। আমরা যার যার জায়গা থেকে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাব সেটাই চাওয়া। ঝামেলা আমার কখনোই পছন্দ নয়।’