JAC EnergyPac Power
Sea Pearl Beach Resort & SPA Ltd
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

সালেহ স্টিলে বড় বিনিয়োগে যাচ্ছে এসএস স্টিল


০৪ আগস্ট ২০২০ মঙ্গলবার, ০৩:০৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


সালেহ স্টিলে বড় বিনিয়োগে যাচ্ছে এসএস স্টিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিচালনা পর্ষদ সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, এসএস স্টিল সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের ৯৯ শতাংশ শেয়ারে প্রথম পর্যায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে। পরবর্তীতে কোম্পানিটি সালেহ স্টিলে ১৩৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

 

চট্টগ্রামের নাসিরাবাদে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের সুনাম রয়েছে। কোম্পানিটি সুনামের সাথে দেশে ব্যবসা পরিচালনা করছে। সালেহ স্টিল বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদন করে। বছরে সালেহ স্টিলের প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভার বাড়বে। এর মাধ্যমে কোম্পানিটির মুনাফাও বাড়বে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: