facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ জুলাই বৃহস্পতিবার, ২০২৪

Walton

রোববার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী


২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৬:২৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


রোববার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬ অনুষ্ঠানে যোগদান দিতে হাঙ্গেরি যাচ্ছেন আগামী রোববার।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এভাবের আমন্ত্রণে চারদিনের সফরে বুদাপেস্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রী রোববার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বুদাপেস্টের স্থানীয় সময় পৌনে ২টায় ফিরেন্স লিজট্ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবে।
 
সফরকালে প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।
 
সফরশেষে প্রধানমন্ত্রী বুধবার সকালে স্বদেশের উদ্দেশ্যে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং আশা করা হচ্ছে রাত সাড়ে ১১টায় দেশে পৌঁছাবেন। বাসস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: