facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

হেপাটাইটিস সি-এর ওষুধ তৈরির লাইসেন্স পেল বেক্সিমকো-ফার্মা


০৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৫:১৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


হেপাটাইটিস সি-এর ওষুধ তৈরির লাইসেন্স পেল বেক্সিমকো-ফার্মা

জাতিসংঘ সমর্থিত পাবলিক হেলথ অরগানাইজেশন, মেডিসিনস   পেটেন্ট   পুল   (এমপিপি) হেপাটাইটিস সি রোগের নতুন ওষুধ ব্রিস্টল-মিয়ার্স স্কুইব এর‘ডেক্লাটাসি’  প্রস্তুতের   জন্য   বেক্সিমকো   ফার্মাকে   সাব লাইসেন্স প্রদান করেছে।

গত ১ ডিসেম্বর এ লাইসেন্স প্রদান   করে   এমপিপি।   

বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে এমপিপি’র সাব লাইসেন্স অর্জন করলো বেক্সিমকো ফার্মা। এইচসিভি   ভাইরাসের সব জেনোটাইপসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করে   ‘ডেক্লাটাসি’। ২০১৪ সালের আগস্টে ইউরোপে রেগুলেটরি   অনুমোদন   লাভ   করে ওষুধটি এবং ২০১৫ সালের এপ্রিলে অ্যাসেনশিয়াল ড্রাগ হিসেবে ডব্লিউএইচও’র   মডেল লিস্টে স্থান করে নেয় ওষুধটি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৫ সালের নভেম্বরে এমপিপি, ব্রিস্টল-মিয়ার্স স্কুইব-এর সাথে একটি   টেকনোলজি ট্রান্সফার চুক্তি করে।

এমপিপি’র নেটওয়ার্কে বেক্সিমকো ফার্মার সংযুক্তি সম্পর্কে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন,“বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে এমপিপি’র   নেটওয়ার্কে জায়গা করে নেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি আমাদের প্রতিযোগিতামূলক উৎপাদন খরচের সাহায্যে এ ওষুধের সহজলভ্যতা আমরা নিশ্চিত করতে   পারব যার মাধ্যমে হেপাটাইটিস-সি রোগের অত্যন্ত কার্যকরী এ ওষুধ   নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে সহজলভ্য হবে।”

এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস সি এবং যক্ষা চিকিৎসা নিয়ে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে কাজ করছে এমপিপি। এমপিপিসরকার, শিল্প, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থাসমূহ, রোগী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কাজ করে। এমপিপি সবসময় সত্ত্ব ঠিক রেখে উৎপাদন বৃদ্ধিকে উৎসাহিত করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: