রাজনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশ ঘিরে অনিশ্চয়তার কারণে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। নভেম্বরে (১৫ নভেম্বর পর্যন্ত) বিদেশি লেনদেন নেমে এসেছে মাত্র ১০ মিলিয়ন ডলারে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন মাসিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।