facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪

Walton

বিদেশিরাও শেয়ার বিক্রি বাড়িয়েছে


০২ মার্চ ২০১৮ শুক্রবার, ০১:৫৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


বিদেশিরাও শেয়ার বিক্রি বাড়িয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন বেশি। আলোচ্য সময়ে কেনার তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হার বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ বা ৯৪ কোটি ৭৩ লাখ টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার বিক্রি হয়েছে ৪৮৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আর পোর্টফোলিওতে শেয়ার কেনা হয়েছে ৩৯৩ কোটি টাকার শেয়ার। সেই হিসোবে পোর্টফোলিওতে শেয়ার বিক্রি বেড়েছে ৯৪ কোটি ৭৩ লাখ টাকার বা ২৪ দশমিক ১০ শতাংশ।

আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৭১ লাখ টাকা। গত জানুয়ারি মাসে যার পরিমাণ ছিল ১ হাজার ১৪৭ কোটি ৬২ লাখ টাকা। সেই হিসাবে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন কমেছে ২৬৬ কোটি ৯১ লাখ টাকার বা ২৩ দশমিক ২৬ শতাংশ।

ফেব্রুয়ারি মাসে নিট বিনিয়োগ কমেছে ৯৪ কোটি ৭৩ লাখ টাকার। জানুয়ারি মাসে বিদেশিরা নিট বিনিয়োগ করেছিলেন ১৮৭ কোটি ২৪ লাখ টাকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: