facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পুঁজিবাজার থেকে অর্থ তুলবে আল-মদিনা ফার্মা


১৪ মার্চ ২০২২ সোমবার, ০২:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজার থেকে অর্থ তুলবে আল-মদিনা ফার্মা

বুক-বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিকল্প বাজার এসএমই প্ল্যাটফর্ম থেকে যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করতে আগামী ২০ মার্চ একটি রোড শো করবে।

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কোম্পানিটি বর্তমানে ১৫০টিরও বেশি ভেটেরিনারি ওষুধ তৈরি করে। এছাড়াও ৭০টিরও বেশি মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ আমদানি করে।

জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার আয় ছিল ৩২ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২০ কোটি ৯৩ লাখ টাকা। তাতে কোম্পানিটির নীট মুনাফা দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের বছর ছিল ৭৬ লাখ টাকা।

২০২০ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ২৪ পয়সা। আর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি এর নেট সম্পদ মূল্য ১২ টাকা ৫৪ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।

কোম্পানিটি ওষুধ তৈরি করে কেনা-বেচা ও আমদানির পাশাপাশি পরিশোধন এবং ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল এবং মেডিসিনাল পণ্য রফতানি করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: