facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

চলতি বছরেই আকাশে উড়বে ফ্লাই ঢাকা


২৫ মার্চ ২০২৪ সোমবার, ১১:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চলতি বছরেই আকাশে উড়বে ফ্লাই ঢাকা

আগামী শীতকালীন সূচি থেকেই দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে নতুন এয়ারলাইনস ফ্লাই ঢাকা। ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। পাশাপাশি বৈমানিক ও ক্রু নিয়োগের প্রক্রিয়াও চলছে।

ফ্লাই ঢাকা বলছে, সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এয়ার ক্রাফট নিশ্চিতকরণসহ এয়ারওর্দিনেস সার্টিফিকেটের (এওসি) সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এয়ারলাইনসটি। চলতি বছরেই আকাশে ডানা মেলার লক্ষ্য সামনে রেখে খুব দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে এয়ারলাইনসটি। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এটিআর ৭২-৬০০ মডেলের এয়ার ক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনসটির। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বহরে এয়ারবাস/বোয়িং এয়ার ক্রাফট ব্যবহারের পরিকল্পনা রয়েছে ফ্লাই ঢাকার।

এ প্রসঙ্গে ফ্লাই ঢাকার সিইও লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর গণমাধ্যমকে বলেন, শুধু অভ্যন্তরীণ বাজার নয়, বিশ্ববাজারেও শক্ত ভিত গড়তে চায় ফ্লাই ঢাকা এয়ারলাইনস। সেই লক্ষ্য সামনে রেখে এশিয়ার একটি বড় এয়ারলাইনসের সঙ্গে সমঝোতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফ্লাই ঢাকা ২০২১ সালের অক্টোবরে বেবিচকের এনওসি পেয়েছে। এওসি পাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এওসি পাওয়ার পর দ্রুতই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করবে এয়ারলাইনসটি। পাশাপাশি জনবল নিয়োগ এবং অভ্যন্তরীণ বিমানবন্দরে সেলস অফিস স্থাপনের কাজও অনেকটা এগিয়ে নিয়েছে এয়ারলাইনসটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: