facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

ঈদে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান


০১ এপ্রিল ২০২৪ সোমবার, ১০:০৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঈদে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৪ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি অর্থাৎ, যাওয়া-আসা মিলে ১৮টি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান

জানা যায়, আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এরমধ্যে রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও যশোর রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।

এছাড়াও বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের কল সেন্টার ১৩৬৩৬ এবং বিমান অনুমোদিত কোনো ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।

বিমানের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন যাত্রীরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: