facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড-এর আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর


০৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার, ০১:৫৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড-এর আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর।  যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।  আর লটারি ড্র হবে অক্টোবরে।

কোম্পানির ডিজিএম ও কোম্পানি সেক্রেটারি মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়। তবে অনেকদিন পেরিয়ে গেলেও চূড়ান্ত সম্মতিপত্র হাতে পায়নি কোম্পানিটি। আর এই চিঠি না পাওয়ার কারণে কোম্পানির প্রস্তুতকৃত প্রসপেক্টাসও প্রকাশিত হয়নি।

আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটাবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় হয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।
ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: