facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আইপিও ছেড়ে ৩০ কোটি টাকা তুলতে চায় সুব্রা সিস্টেম


০৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, ০৩:৫৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


আইপিও ছেড়ে ৩০ কোটি টাকা তুলতে চায় সুব্রা সিস্টেম

ব্যবসা সম্প্রসারণের জন্য শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) ৩০ কোটি টাকা তুলতে চায় আইটি খাতের প্রতিষ্ঠান সুব্রা সিস্টেমস লিমিটেড।

কোম্পানি সূত্রে জানা গেছে, সুব্রা সিস্টেমস লিমিটেড ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করে বাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

বিএসইসির অনুমোদন পেলে অর্থ উত্তোলন করে সফটওয়্যার সলিউশন প্রোভাইডার কোম্পানিটি গবেষণা ও উন্নয়নের জন্য একটি কেন্দ্র স্থাপন করতে ১৮ কোটি টাকা এবং ডেটা সেন্টারের জন্য প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, কোম্পানির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮.৩৮ কোটি টাকা, আগের বছর একই সময়ে কোম্পানির সমন্বিত নিট মুনাফা ছিল ৭.৬৯ কোটি টাকা।

গত সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২.২০ টাকা এবং ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.৮৭ টাকা।

সুব্রা সিস্টেমস লিমিটেড ২০০৮ সালের ২৫ মার্চ ব্যবসা শুরু করে। কোম্পানির ২৫৪ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: