facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ মে শুক্রবার, ২০২৪

Walton

আইপিএলে কত ক্যাচ মিস হয়, যা বললেন ভারতীয় ক্রিকেটার


১০ এপ্রিল ২০২৪ বুধবার, ০২:১৯  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আইপিএলে কত ক্যাচ মিস হয়, যা বললেন ভারতীয় ক্রিকেটার

আইপিএল ক্রিকেট মানেই যেন রোমাঞ্চ, তবে সেই রোমাঞ্চেও অবশ্য ভাটা পড়ে মাঝে মধ্যে। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যখন ক্রিকেটাররা মিস করে থাকেন ক্যাচ। সেই ক্যাচ মিসেই হয়ে যায় খেলার গতিপথ পরিবর্তন। গতকাল রাতেও পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে হয়েছে তেমনটি।

শুধু যে গতকালের ম্যাচে সেটা অবশ্য না, হাত থেকে বল পড়ে যাচ্ছে আইপিএলের প্রতিটি ম্যাচেই। সাবেক ক্রিকেটার নভোজোৎ সিং সিধুর মতে, চলতি আইপিএলে ক্যাচ পড়েছে ৭০ এর কাছাকাছি। ভারতের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বললেন গত কয়েক বছরে ৬০০–৭০০ ক্যাচ পড়েছে।

পাঞ্জাব–হায়দরাবাদ ম্যাচের বিশ্লেষণে স্টার স্পোর্টসে ক্যাচিং নিয়ে কথা বলেন নভজোৎ ও কাইফ। সেখানে সাবেক এই ক্রিকেটার দায় দিয়েছেন ফিল্ডারদের, ‘ক্যাচ ম্যাচ জেতায়। কিন্তু খেলোয়াড়েরা ফিল্ডিং উপভোগ করে না। হয় তাদের হাতে তেল দেওয়া থাকে, নয়তো চামড়ায় অ্যালার্জি আছে। ফিল্ডিং উপভোগ না করলে ক্যাচ নেওয়া যায় না।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন। কাইফ বলেন, ‘আইপিএলে খেলোয়াড়েরা ফিল্ডিংয়ে সময় দিতে চায় না। তারা অজুহাত দেখিয়ে ফিল্ডিং সেশন থেকে দূরে থাকে। এই লিগে গত পাঁচ বছরেই ৬০০–৭০০ ক্যাচ পড়েছে। খেলোয়াড়দের দেখি ব্যাটিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় দেয়, বোলিংয়েও সময় দেয়। কিন্তু ফিল্ডিংয়ে ডাকলেই অজুহাত দেখায়।’

কাইফ অবশ্য কোচদেরও দায় দেখেন, ‘ফিল্ডিং উপভোগ্য করে তোলার দায়িত্বটা কোচদের। কেউ একজন কয়েক ঘণ্টা ব্যাটিং বা বোলিং করার পর আমরা কোচরা তাদের রুমে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ দিই। তারাও ফিল্ডিং এড়াতে খুশিমনে চলে যায়।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: