facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিক্রেতা সংকটে হল্টেড ২০ কোম্পানির শেয়ার


১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার, ০৪:৪৫  পিএম

নিজস্ব প্রতিবেদক


বিক্রেতা সংকটে হল্টেড ২০ কোম্পানির শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে বিক্রেতা সংকটে পড়তে দেখা যায় ২০ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-সেন্ট্রাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, নর্দান ইন্সুরেন্স, পূরবী ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, বিজিআইসি, প্রাইম লাইফ ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, এমআই সিমেন্ট, সিটি ইন্সুরেন্স, ডাচবাংলা ব্যাংক, সন্ধানী ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল ও প্রগতি ইন্সুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে ১০ শতাংশ শেয়ারদর বেড়ে বিক্রেতা সংকেট পড়ে হল্টেড হয়ে যায় সেন্ট্রাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স ও নর্দান ইন্সুরেন্স।

এদিন ৯.০৬ থেকে ৯.৯৪ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায় পূরবী ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, বিজিআইসি, প্রাইম লাইফ ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, এমআই সিমেন্ট, সিটি ইন্সুরেন্স, ডাচবাংলা ব্যাংক, সন্ধানী ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল ও প্রগতি ইন্সুরেন্স লিমিটেড।

তবে লেনদেনের শেষদিকে সায়হাম টেক্সটাইল ও প্রগতি ইন্সুরেন্সের কিছু ক্রেতার আবির্ভাব দেখা গেলেও হল্টেডের কাছাকাছি দরে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়।

এছাড়া, এসকে ট্রিম, আলিফ ম্যানুফেকচারিং ও জনতা ইন্সুরেন্সের শেয়ারও বিক্রেতা সংকটের কাছাকাছি দরে লেনদেন হতে দেখা যায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: