facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

নাহি অ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৮:৫৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


নাহি অ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও এখনো লেনদেন শুরু হয়নি। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মাধ্যমে এ শেয়ার জমা করেছে কোম্পানিটি।

সূত্র জানায়, গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ চূড়ান্ত করবে। এর আগে নাহি অ্যালুমিনিয়াম গত ২৩ অক্টোবর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয়। মূলত ব্যবসা সম্প্রসারণ করতে পুঁজিবাজারে আসছে প্রতিষ্ঠানটি। উত্তোলিত অর্থের ৬৫ শতাংশই ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে।

কোম্পানি সূত্র মতে, আইপিওর টাকায় প্ল্যান্ট এবং মেশিনারিজে ব্যয় হবে ৫৮ শতাংশ, ভবন এবং অন্যান্য খাতে ৭ শতাংশ, আইপিওর খরচ বাবদ ব্যয় হবে ৮ শতাংশ এবং ২৭ শতাংশ অর্থ ঋণ পরিশোধ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: