facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪

Walton

আট কোম্পানির বিক্রেতা সংকট


২২ জুলাই ২০১৮ রবিবার, ০১:৪৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


আট কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৮ কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতা সংকট দেখা গেছে। কোম্পানিগুলো হলো: এএফসি এগ্রো বায়োটেক, আফতাব অটোমোবাইলস, এএমবি ফার্মা, এএমসিএল (প্রাণ), ড্রাগন সোয়েটার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাষ্ট্রিজ এবং রেনউইক যজ্ঞেশ্বর। বিক্রেতা সংকটে থাকায় এসব কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ এএফসি এগ্রো বায়োটেকের শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বা ৩.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪১.৮০ টাকায় লেনদেন হয়েছে। আফতাব অটো’র শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৫.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৭.৭০ টাকায় লেনদেন হয়েছে। এএমবি ফার্মার শেয়ার দর ৭.৫০ শতাংশ বা ৫৬.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮১৪.৪০ টাকায় লেনদেন হয়েছে। এএমসিএল (প্রাণ) এর শেয়ার দর ১.৬৯ শতাংশ বা ৪.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৫৩ টাকায় লেনদেন হয়েছে।

ড্রাগন সোয়েটারের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ৩.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৯.৮০ টাকায় লেনদেন হয়েছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৬ শতাংশ বা ২.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩২.৬০ টাকায় লেনদেন হয়েছে। কাশেম ইন্ডাষ্টিজের শেয়ার দর ৯.৯৭ শতাংশ বা ৬.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭৫ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বা ৬৪.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯২৯.৬০ টাকায় লেনদেন হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: