facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

সর্বোচ্চ দর বাড়লো ম্যাকসন স্পিনিংয়ের


০৬ এপ্রিল ২০২৪ শনিবার, ০৪:৪৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সর্বোচ্চ দর বাড়লো ম্যাকসন স্পিনিংয়ের

 

টানা দরপতন শেষে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বেশি দাপট ছিল ম্যাকসন স্পিনিংয়ের শেয়ারের। বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ৭৪ কোটি টাকা।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৬৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৭৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১১ টাকা ২০ পয়সা।
শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এর আগে ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ১১ শতাংশ, ২০২০ সালে ২ শতাংশ এবং ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানি।
সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার পাশাপাশি কোম্পানিটি লোকসানের মধ্যে পড়েছে। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি। এর মধ্যে ৩০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩ দশমিক ৫৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার আছে।

ম্যাকসন স্পিনিংয়ের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল মেট্রো স্পিনিং। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ১৪ শতাংশ। ১৪ দশমিক ৪২ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ৫৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২ দশমিক ২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২ দশমিক ১৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ১১ দশমিক ৯১ শতাংশ, কেডিএস লিমিটেডের ১১ দশমিক ৪৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১১ দশমিক ৩২ শতংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১০ দশমিক ৯৭ শতাংশ দাম বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: