facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে বিনিয়োগ করলো ১৪ ব্যাংক


২৮ মার্চ ২০২০ শনিবার, ০৫:৩৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


শেয়ারবাজারে বিনিয়োগ করলো ১৪ ব্যাংক

সরকারি ছুটির আগে শেষ কার্যদিবসে ২৫ মার্চ শেয়ারবাজারে বিনিয়োগ করেছে ১৪ ব্যাংক। ব্যাংকগুলো নিজস্ব ও সাবিডিয়ারি কোম্পানির মাধ্যমে এই বিনিয়োগ করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গত বুধবার ব্যাংকগুলো থেকে প্রায় ১৭ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে। আর বিক্রি করা হয়েছে ৫ কোটি টাকার। যাতে নিট বিনিয়োগ দাড়িঁয়েছে ১২ কোটি টাকা। এরমধ্যে সরকারি ৪ ব্যাংকের নিট বিনিয়োগ ২ কোটি টাকা। আর বেসরকারি ব্যাংকগুলোর বিনিয়োগ ১০ কোটি টাকা।

এর আগে মঙ্গলবার ২৪ মার্চ ১৬ ব্যাংক থেকে নিট ১৭ কোটি টাকার বিনিয়োগ করা হয়। এছাড়া ২৩ মার্চ ১৫ ব্যাংক থেকে নিট ১২ কোটি টাকা, ২২ মার্চ ১৩ ব্যাংক থেকে ৯ কোটি টাকা ও ১৯ মার্চ ১৩ ব্যাংক থেকে ১২ কোটি টাকা নিট বিনিয়োগ করা হয়।

গত ১৬ মার্চ করোনাভাইরাসজনিত শেয়ারবাজারের দুঃসময় কাটিয়ে তুলতে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ব্যাংকগুলো শেয়ারবাজার বিনিয়োগ করার বিষয়ে আশ্বস্ত করেছেন। তারা সবাই বাজারের উন্নয়নে বিনিয়োগ করবেন। ওই সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও কমিশনারগন, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাপতি নজরুল ইসলাম মজুমদার, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান আলী রেজা ইফতেখারসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: